Wednesday, April 12, 2017

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ঢাকার কলেজগুলোর নাম-ঠিকানা

যে সকল ছাত্র ছাত্রীরা একাদশ শ্রেণিতে ভর্তি হতে চান তাদের জন্য ঢাকার কলেজ গুলোর ঠিকানা নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। আশা করি, একাদশ শ্রেণিতে ... thumbnail 1 summary
যে সকল ছাত্র ছাত্রীরা একাদশ শ্রেণিতে ভর্তি হতে চান তাদের জন্য ঢাকার কলেজ গুলোর ঠিকানা নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। আশা করি, একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু ছাত্র ছাত্রীরা ১০টি কলেজ নির্বাচনে উপকৃত হবে।
http://www.webschoolbd.com/

সরকারি কলেজ:
  • সরকারি বাংলা কলেজ মিরপুর, ঢাকা।
  • ঢাকা কলেজ, মিরপুর রোড, ঢাকা।
  • ইডেন মহিলা কলেজ, আজিমপুর, ঢাকা। 
  • সরকারি তিতুমীর কলেজ, মহাখালী, বনানী, ঢাকা। 
  • বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, বকশি বাজার, ঢাকা। 
  • গভ: কমার্শিয়াল ইনস্টিটিউট মোহাম্মদপুর, ঢাকা। 
  • কবি নজরুল কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা। 
  • গার্হস্থ্য অর্থনীতি কলেজ, আজিমপুর, ঢাকা। 
  • সরকারি বিজ্ঞান কলেজ, ফার্মগেট, ঢাকা।
  •  সরকারি সঙ্গীত মহাবিদ্যালয় শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা। 
  • মাদ্রাসা – ই- আলিয়া বকশিবাজার, ঢাকা। শিক্ষক প্রশিক্ষণ কলেজ মিরপুর রোড, ঢাকা।
  •  শহীদ সোহরাওয়ার্দি কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা।
  •  কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী তেজগাঁও, ঢাকা।
  •  টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ হাজারীবাগ, ঢাকা।

 বেসরকারী কলেজ:

  •  নটরডেম কলেজ মতিঝিল, ঢাকা। মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ মতিঝিল, ঢাকা।
  •  বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেলস পাবলিক স্কুল এন্ড কলেজ বিডিআর, পিলখানা, ঢাকা।
  •  বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল এন্ড কলেজ বিডিআর, পিলখানা, ঢাকা।
  •  সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজ আসাদগেট, মোহাম্মদপুর, ঢাকা।
  •  বি এ এফ শাহীন স্কুল এন্ড কলেজ এয়ারপোর্ট রোড, তেজগাঁও, ঢাকা।
  •  ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ বেইলী রোড, সিদ্ধেশ্বরী, ঢাকা।
  •  অগ্রনী বালিকা স্কুল এন্ড কলেজ গভ: কোয়ার্টার, আজিমপুর, ঢাকা।
  •  সিটি কলেজ সায়েন্স ল্যাবরেটরী, মিরপুর রোড, ঢাকা।
  •  হলিক্রস কলেজ তেজগাঁও, ঢাকা।
  •  রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ উত্তরা, ঢাকা।
  •  আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজ আজিমপুর, ঢাকা।
  •  ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
  •  শেখ বোরহানউদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ নাজিমুদ্দিন রোড, ঢাকা।
  •  বাড্ডা আলাতুন্নেছা কলেজ বাড্ডা, ঢাকা।
  •  তেজগাঁও কলেজ ইন্দিরা রোড, ফার্মগেট, ঢাকা।
  •  ঢাকা কমার্স কলেজ মোহাম্মদপুর, ঢাকা। 
  • মিরপুর আদর্শ কলেজ মিরপুর, ঢাকা।
  •  ঢাকা মেট্রোপলিটন কলেজ আজিমপুর, ঢাকা।
  •  আজিমপুর কলেজ আজিমপুর, ঢাকা।
  •  আইডিয়াল কলেজ সেন্ট্রাল রোড, ধানমন্ডি, ঢাকা।
  •  হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ শান্তিনগর, ঢাকা।
  •  রামপুরা ডিগ্রী কলেজ রামপুরা, ঢাকা। 
  • ড: মুহাম্মদ শহীদুল্লাহ কলেজ বকশিবাজার, ঢাকা।
  •  শেরে বাংলা কলেজ শেরেবাংলা নগর, ঢাকা।
  •  আবুজর গিফারী কলেজ মালিবাগ, ঢাকা।
  •  তেজগাঁও মহিলা কলেজ তেজগাঁও, ঢাকা।
  •  শহীদ আনোয়ার গার্লস কলেজ ক্যান্টমেন্ট, ঢাকা।
  •  শহীদ জিয়া গার্লস স্কুল এন্ড কলেজ ফরিদাবাদ, ঢাকা।
  •  দনিয়া কলেজ দনিয়া, ঢাকা।
  •  ডেমরা কলেজ ডেমরা, ঢাকা।
  •  ডা: মালেকা বিশ্ববিদ্যালয় কলেজ ধানমন্ডি, ঢাকা। 
  • মেহেরুন্নেছা গার্লস স্কুল এন্ড কলেজ আজিমপুর, ঢাকা।
  •  বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ আজিমপুর, ঢাকা।
  •  টিএন্ডটি মহিলা কলেজ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।
  •  সিদ্ধেশ্বরী গার্লস কলেজ সিদ্ধেশ্বরী, ঢাকা।
  •  বি.এম গুলশান কলেজ গুলশান, ঢাকা।
  •  বাওয়ানী একাডেমী মহিলা কলেজ আরমানিটোলা, ঢাকা। 
  • হযরত শাহ আলী গার্লস কলেজ মিরপুর, ঢাকা।
  •  শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ মিরপুর, ঢাকা।
  •  মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ মোহাম্মদপুর, ঢাকা।
  •  লালমাটিয়া মহিলা কলেজ ধানমন্ডি, লালমাটিয়া, ঢাকা
  •  বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ নিউ ইস্কাটন, ঢাকা। 
  • পুরানা পল্টন গার্লস কলেজ পুরানা পল্টন, ঢাকা।
  •  ইস্পাহানী মহিলা স্কুল এন্ড কলেজ নিউ ইস্কাটন রোড, ঢাকা।
  •  ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল এন্ড কলেজ শান্তিনগর, ঢাকা।
  •  মাদারটেক এম এ আজিক কলেজ বাসাবো, ঢাকা।
  •  ফজলুল হক মহিলা কলেজ ফরিদাবাদ, ঢাকা।
  •  ঢাকা বয়েজ কলেজ উত্তরা, ঢাকা।
  •  ঢাকা কারিগরি কলেজ ওয়ারী, ঢাকা।

1 comment

  1. Harrah's Atlantic City - TheJTM Hub
    The Harrah's is the most flawless place to get into the gaming 전라북도 출장샵 action. The casino has a 양산 출장샵 huge variety 여수 출장마사지 of slot machines available 용인 출장안마 for you to 전라남도 출장마사지 choose from,

    ReplyDelete