পরামর্শ : কিভাবে আপনার সন্তানকে পঞ্চম শ্রেণির ইংরেজির ৯নং প্রশ্নটি অল্প সময়ে শিখাবেন: -
(Question No – 9. Wh-Questions)
প্রথমে অর্থগুলি শিখিয়ে নেন :
Who- কে, কে কে, কারা
Whom- কাকে, কাদেরকে
Whose- কার, কাদের
What- কী, কী কী
Which- কোনটি, কোন কোনটি, কোনগুলি
When - কখন
Where- কোথায়
Why – কেন, কী কারণে, কী জন্যে
How – কিভাবে, কেমনভাবে, কেমন
.
কিভাবে Question তৈরি করবেন :-
যে কোন Sentence কে দুইভাবে Question তৈরি করা যায় –
যেমন – ১. Subject ধরে ২. Object ধরে
.
প্রথমে Sentence-এর Subject শিখব -
Formation : Who / What / Which + V + O?
.
Subject ব্যক্তিবাচক হলে Who, বস্তুবাচক/ প্রাণিবাচক হলে What, এবং This, These, That, Those হলে Which বসবে।
.
Example :
1. He goes to school.
Q. Who goes to school?
2. He is a student.
Q. Who is a student?
সমাধান : Subject ব্যক্তিবাচক হওয়ায় Who বসল এবং বাকি Verb + Object নিয়ম অনুযায়ী বসল।
.
2. Education makes a man perfect.
Q. What makes a man perfect.
.
3. This is my book.
Q. Which is your book?
সমাধান : ‘Subject’ This, হওয়ায় Which বসল।
.
.
এখন Sentence-এর Object শিখব –
.
Formation : (Whom, What, Which, When, Where, Why, How) + Aux + Sub + Verb+--?
Note: Object-এর ঘরে ব্যক্তিবাচক object থাকলে Whom,
বস্তু/ প্রাণিবাচক object থাকলে What,
this, these, that, those থাকলে Which,
Timing word থাকলে When,
স্থানবাচক word থাকলে Where,
কারণসূচক word ( যেমন: for, because, to + verb) থাকলে Why,
কিভাবে বুঝালে How দিয়ে Sentence শুরু করতে হবে।
.
Example :
1. He is teaching English.
Q. What is he teaching?
.
2. He bought this yesterday.
Q. Which did he buy yesterday?
.
3. He is teaching us English.
Q. Whom is he teaching English?
.
4.. He will come tomorrow.
Q. When will he come?
.
5. He lives in Dhaka.
Q. Where does he live?
.
Tags
academics